লালমনিরহাটে নছিমনের ধাক্কায় সদ্য বিবাহিত যুবকের মৃত্যু
লালমনিরহাটে শনিবার (২১ আগস্ট) শেষ বিকেলে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাজারে নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী মোঃ রুবেল মিয়া (২২) নামে সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামের মৃত নায়েব আলীর পুত্র নিহত যুবক রুবেল মিয়া (২২)। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিল।
রুবেল মিয়া গত জানুয়ারীতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া গ্রামে বিয়ে করেন,পুলিশ সুত্র ও স্থানীয় বাসিন্দারা জানান।এরপর শনিবার শেষ বিকেলে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী লালমনিরহাট-সড়কের কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় পৌছালে বিপরীতগামী একটি নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী রুবেল গুরুতর আহত হন।
পরে, স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘাতক নছিমন ট্রলিটিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলিরূপান্তর/আরএ/আর.