ঈদের বিশেষ নাটক বাবারা সব পারে
ঈদের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে ‘বাবারা সব পারে’ নামে একটি বিশেষ নাটক। এটি রচনা করেছেন পাপ্পু রাজ ও পরিচালনা করেছেন এসএম কামরুজ্জামান সাগর। নির্মাতা জানান, এটি একটি সিরিয়াসধর্মী নাটক। প্রতিটি সন্তানের জীবনে বাবার অবদান অপরিসীম।
কখনও কখনও একজন বাবা তার সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হন যা একমাত্র বাবার পক্ষেই সম্ভব। এ নাটকে দুটি ভিন্ন সময়ের দু’জন ভিন্ন বাবাকে গল্পে উপস্থাপন করা হয়েছে। নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শানারেই দেবী শানু, স্বপ্নীল সাজ্জাদসহ আরও অনেকে। এতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমি বরাবরই গল্প প্রাধান্য দিয়ে কাজ করি।
এ গল্পটি এক কথায় আমার কাছে চমৎকার লেগেছে। অনেক তৃপ্তি পেয়েছি এ কাজটি করে।’ গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘যদিও সাগর ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ, তথাপিও গল্প এবং নির্মাণের মুনশিয়ানা আমাকে মুগ্ধ করেছে।’ শানারেই দেবী শানু বলেন, ‘একটি গোছানো ইউনিটে কাজ করেছি। অনেক ভালো লেগেছে।’ নাটকটি ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।