মৌলভীবাজার ল’স্টুডেন্ট এন্ড লিগ্যালস এসোসিয়েশন’এর খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজার: করোনা ভাইরাস মহামারী দূর্যোগের কারনে কর্মহীন,অসহায় মানুষের মধ্যে মৌলভীবাজার ল’স্টুডেন্টস এন্ড লিগ্যাল এসোসিয়েশন এর পক্ষ থেকে হতদরিদ্র ৪০টি মুসলিম ও হিন্দু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে ।
গতকাল ২১ মে বৃহস্পতিবার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের মোকাম বাজারে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়। এসময় মৌলভীবাজার ল’স্টুডেন্টস এন্ড লিগ্যাল এসোসিয়েশন এর পক্ষে অংশ নেন আখলাকুর রহমান জাবের, জিল্লুল ইসলাম মুরাদ,দিপন মিয়া,তানিম আহমেদ সহ আরো অনেকে। সার্বিক সহযোগীতায় এগিয়ে আসেন রোজিনা অটো রাইছ মিলের কর্নধার মহানুর রশীদ ও সাইদুর রশীদ।
এসোসিয়েশনের সদস্য নাদিয়া খান ও তমাল হোসেন জানান বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবের ফলে অনেক মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পরেন তাই এইসব মানুষের পাশে দাঁড়াতে এসোসিয়েশনের সকল সদস্য ও তাদের বন্ধু-বান্ধব সহ আত্বীয় স্বজনদের অর্থায়নে এ উদ্যোগ গ্রহন করা হয়। ভবিষ্যতেও এসোসিয়েশন সমাজের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান তারা।